একদিকে যখন রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত, তখন অন্যদিকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৯ বছরের মেয়েকে উদ্দেশ্য করে উঠে এল ধর্ষণের হুমকি। সোমবার এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই শোড়গোল ফেলেছে। জৈনক ওই ব্যক্তি আবার ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছে। আর এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির ওপর অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব। সাংসদ ডেরেক ও'ব্রায়েন, সাকেত গোখলে, কুণাল ঘোষের মতো নেতারা এই ভিডিও নিয়ে তীব্র আপত্তি তুলেছে। যদিও এই অভিযোগের দায় আপাতত ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি নেতৃত্ব।
সোমবার এই অভিযোগের বিরোধীতা করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বলেছেন, এই ধরণের ভিডিয়োর সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আমরা নারীদের সম্মান করি। আমাদের আন্দোলন রাজ্যে মহিলাদের সম্মান ফেরানোর জন্য। এই ধরণের প্ররোচনামূলক ভিডিয়োকে আমরা সমর্থন করি না। এইসব তৃণমূলের কারসাজি, কারণ তাঁদের ওপর যে পাপ লেগেছে সেটা আমাদের গায়ে লাগাতে চাইছে। বাংলায় মহিলাদের রাজ্য সরকারই সুরক্ষা দিতে পারছে না। আর এই অভিযোগগুলির থেকে জনতা মুখ ঘোরানোর জন্য এই ধরণের ভিডিয়ো প্রকাশ্যে আনছে।
Watch: BJP former State President, Rahul Sinha says, "BJP does not engage in such practices. The party is committed to honoring women and prioritizes women's safety. This is a conspiracy by the TMC to shift their own failings onto us. Whether the TMC is responsible or spreading… pic.twitter.com/t2Z2kLx8vH
— IANS (@ians_india) August 26, 2024