আইসোলেশন কোচ (Photo Credits: ANI)

হাওড়া, ১০ এপ্রিল: করোনা মোকাবিলায় ভারতীয় রেল পশ্চিমবঙ্গের হাওড়ায় আইসোলেশন কোচ চালু (isolation coaches) করল। হাওড়ার টিকিয়া পাড়ায় দক্ষিণ পূর্ব রেলের যে কারশেড রয়েছে, সেখানেই করা হয়েছে এই আইসোলেশন কোচ। আগেই রাজ্যে নতুন করে ১২ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এখন সবমিলিয়ে রাজ্যে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৮০ জন। দেশে করোনা সংক্রমণ ঠেকতে ২১ দিনের লকডাউন চলছে। এর জেরে সমস্ত যাত্রীবাহী ট্রেন আগেই বাতিল হয়েছে। যুধু জরুরি পরিষেবা দিতে মালবাহী ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। আরও পড়ুন-Boris Johnson Out of ICCU: শারীরিক অবস্থার উন্নতি, আইসিসিইউ থেকে সরানো হল বরিস জনসনকে

এছাড়া সবমিলিয়ে চার হাজার রোগীকে পরিষেবা দিতে ২৫০০ ট্রেনে তৈরি হয়েছে আইসোলেশন কোচ। করোনাভাইরাসের মোকাবিলায় সরকারি তরফে এমন ৫ হাজার কোচ তৈরি হবে। এদিকে গতকালই রাজ্যে থাকা অভিবাসী শ্রমিকদের (Migrant labourers) খেয়াল রাখা হচ্ছে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী একটি টুইটে লেখেন, "অন্তত ২ লক্ষ অভিবাসী শ্রমিক ও আটকে পড়া লোকেদের রাজ্য খেয়াল রাখছে। দেশের ১৬টি রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে আটকে পড়েছেন। তাঁদের রাজ্য জুড়ে ৭১১টি ক্যাম্পে রাখা হয়েছে। রাজ্য সরকার সরাসরি তাঁদের দেখভাল করছে। সঙ্গে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। ১ এপ্রিল থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত এই ব্যবস্থা চলবে।"