
দিল্লি, ১৬ মে: এভারেস্টের (Mount Everest) কোলে মৃত্যুর হাতছানিতে শেষ হয়ে গেল ভারতীয় পর্বতারোহীর (Indian Climber) জীবন। সুব্রত ঘোষ (Subrata Ghosh) নামে ওই পর্বতারোহীর বাড়ি রানাঘাটে। মাউন্ট এভারেস্টের সামিট পয়েন্টের কাছ হিলারি স্টেপ থেকে সুব্রত ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর। ৪৫ বছরের সুব্রত ঘোষের দেহ হিলারি স্টেপের নীচে থেকে উদ্ধার করা হয় বলে খবর। এই মুহূর্তে এর বেশি খবর আর মেলেনি। তবে ভারতের সুব্রত ঘোষের পাশাপাশি ফিলিপিন্সের আরও এক পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর।
মাউন্ট এভারেস্ট জয়ের পরই সুব্রত ঘোষের মৃত্যুর খবর মেলে...
Indian climber dies below Hillary Step on Everest, death toll reaches 2. More: https://t.co/k5F0xjGF3U pic.twitter.com/J8OPN6gaYf
— Everest Today (@EverestToday) May 16, 2025
জানা যায়, হিলারি স্টেপ ডেথ জ়োনের কাছে অবস্থিত। যেখানে অক্সিজ়েনের অত্যন্ত ঘাটতি চোখে পড়ে। বেঁচে থাকার জন্য় ওই অঞ্চলে অক্সিজ়েনের প্রয়োজন যে অত্যন্ত বেশি, তা প্রমাণিত। অক্সিজ়েনের অভাবেই কি সুব্রত ঘোষের মৃত্যু হয়, তেমন প্রশ্ন উঠছে।
সুব্রত ঘোষের মৃতদেহ হিলারি স্টেপ থেকে নীচে নামিয়ে আনার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পরই জানা যাবে, কীভাবে মৃত্যু হল রানাঘাটের স্কুল শিক্ষক সুব্রত ঘোষের।
সুব্রত ঘোষের পাশাপাশি ফিলিপিন্সের যে পর্বতারোহীর মৃত্যু হয়, তার নাম ফিলিপ টু স্যানটিয়াগো। বছর ৪৫-এর ফিলিপের দেহ চতুর্থ বেস ক্যাম্পের কাছ থেকে উদ্ধার করা হয়।