নয়াদিল্লিঃ দেশে লাফিয়ে বাড়ছে করোনার (Corona Virus) দাপট। দু'হাজারের গন্ডি পেরিয়ে ৩ হাজারে পৌঁছে গেল সংক্রমণের সংখ্যা। নতুন করে বাড়ছে উদ্বেগ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৯৫। জানা গিয়েছে, করোনার দু'টি ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এলএফ.১, জেএন.১ ও এনবি.১.৮.১ -র কারণেই সংক্রমণ ছড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের। সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে কেরলে। শুধুমাত্র কেরলে আক্রান্তের সংখ্যা ১৩৩৬।
নতুন করে ছড়াচ্ছে উদ্বেগ, দেশজুড়ে ছড়াচ্ছে করোনা
মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৬৭ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা ২৬৫। কর্ণাটকে করোনায় আক্রান্ত হয়েছে ২৩৪ জন। অন্যদিকে রাজ্যেও ব্যাপক হারে ছড়িয়েছে করোনা। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫ জন। তবে বিশেষজ্ঞদের মতে, এবারের করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। তবে কোনওরকম লক্ষণ দেখা গেলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আবশ্যক।
লাফিয়ে বাড়ছে করোনার দাপট, দেশজুড়ে আক্রান্ত ৩৩৯৫ জন
COVID-19 Surge In India: Active Cases Rise To 3,395, Death Toll Rises To 26 read more at https://t.co/vbHTuQlidO#COVID19PH #covid19UK #COVID19 #covid #Covid19India #Corona_Virus #coronavirus #coronavirusindia #indtoday
— indtoday (@ind2day) June 1, 2025