নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: হিন্দি বলয়ের তিন রাজ্যের বিধানসভায় বিজেপির দারুণ জয়ের পর ব্যাকফুটে বিরোধীরা। কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ের পর ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে কিছুটা সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। তবে এবার ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদবরা বেশ সিরিয়াস।
দিল্লি সফরে গিয়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "কাউকে না কাউকে এবার বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হবে। কাউকে এগিয়ে আসতেই হবে। জোট নিয়ে তেমন সত্যি কিছু হলে আমার কোনও সমস্যা নেই। কিন্তু পশ্চিমবাঙলায় ওদের তো মাত্র দুটো আসন আছে। আমি আলোচনায় বসতে সব সময় প্রস্তুত।"আরও পড়ুন-অধীর চৌধুরী সহ ৩১ জন বিরোধী সাংসদ 'সাসপেন্ড' লোকসভায়
দেখুন ভিডিয়ো
#WATCH | When asked if she wants an alliance with Congress in West Bengal, CM Mamata Banerjee says, "...Somebody must bell the cat...I don't have any problem if they have genuine things. But in West Bengal, they have only two seats. I am open to talk and discuss..." pic.twitter.com/dsUfKOmSym
— ANI (@ANI) December 18, 2023
২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের দুটি জেতা আসন হল- ১) বহরমপুর (অধীর চৌধুরী) ও ২) মালদা দক্ষিণ (আবু হাসেন খান চৌধুরী)। কংগ্রেসের গড় হিসেবে পরিচিত জঙ্গিপুর লোকসভা আসনে গতবার জিতেছিল তৃণমূল। আর মালদা উত্তরে জেতে বিজেপি।