Ramadan: এবার থেকে কলকাতার এই দুই মসজিদে বছরভর নমাজ পড়তে পারবেন মহিলারা

কলকাতা, ৩০মে, ২০১৯:‌ রমজান(‌ R‌amzan) মাসে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতার নাখোদা (Nakhuda Masjid)এবং টিপু সুলতান মসজিদ (Tipu Sultan Masjid)। এবার থেকে কলকাতার এই দুই মসজিদে সারা বছর নমাজ পড়তে পারবেন মহিলারা। এতোদিন শুধুমাত্র ঈদের (Ied) দিনেই এই দুই মসজিদে মহিলাদের নমাজ পরার অনুমতি ছিল। মহিলাদের নমাজ পড়ার সুযোগ করে দিতে সম্প্রতি দুই মসজিদ কমিটিকে চিঠি পাঠিয়েছিল অলবেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন ( Imam Association )। তাতে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে দুই মসজিদ কর্তৃপক্ষ।

এবার দুই মসজিদেই পর্দা দিয়ে ঢাকা পৃথক কক্ষের ব্যবস্থা করা হবে। যেখানে মহিলারা নমাজ পড়তে পারবেন। শুধু তাই নয়, মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থাও করা হবে। প্রসঙ্গত, ইমাম অ্যাসোসিয়েশনের তরফের এই চিঠি কলকাতা পুরসভার কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে মূলত তিনটি বিষয়ে বলা হয়েছে– পর্দা দেওয়া পৃথক কক্ষ মহিলাদের জন্য। মহিলাদের জন্য শৌচালয় এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা শৌচালয়। প্রতি বিষয়েই সম্মতি দিয়েছে ধর্মতলার টিপু সুলতান ও নাখোদা মসজিদ। সেইমতো ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছে। ১৮৪২ সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গুলাম মহম্মদ এই টিপু সুলতান মসজিদ প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠা হয় নাখোদা মসজিদ। কিন্তু এত বছর পর এবারই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এই দুই মসজিদ। ‌‌‌‌‌‌‌