কাশীপুর: বুধবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাশীপুরে (Kashipur) বেআইনি বাজি কারখানার (illegal arms factory) হদিশ পেল পুলিশ। বেশকিছু অস্ত্রসস্ত্র (Multiple weapons)-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
এপ্রসঙ্গে বারুইপুর থানার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, ঘটনাস্থল থেকে দুটি বড় পাইপগান (two large pipe guns) ও আটটি ছোট পিস্তল এবং বন্দুক তৈরির একাধিক সন্ধান পাওয়া গেছে। ধৃতকে বারুইপুর আদালতে (Baruipur court) হাজির করে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে। আরও পড়ুন: Durga Puja 2023: মধ্য কলকাতায় উঠে আসছে মহীশূরের প্যালেস, কোথায় ? জানতে হলে ক্লিক করুন
South 24 Parganas, West Bengal: We have recovered an illegal arms factory in Kashipur.Multiple weapons were recovered, and one person has been arrested. We have recovered two large pipe guns and eight small pistols with multiple friendship tools. The person arrested will be taken… pic.twitter.com/D8jyR0eNLT
— ANI (@ANI) September 20, 2023
কিছুদিন আগেই বারাসতের কাছে দত্তপুকুরে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে সাতজনের বেশি মানুষের মৃত্যু হয়। তারপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় চলা বেআইনি বাজি কারখানার খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার কাশীপুর বেআইনি বাজি কারখানাটি বিস্ফোরণের আগেই খোঁজ মেলায় স্বস্তিতে স্থানীয়রা।