Suvendu Adhikari: ভোট পরবর্তী হিংসায় ৪০ বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে, মোদীর সঙ্গে সাক্ষাতের পর বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, ছবি এএনআই

দিল্লি, ৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী।  প্রধানমন্ত্রী মোদী এবং জে পি নাড্ডার সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে তাঁদের রিপোর্ট দেন বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)।

পশ্চিমবঙ্গের বিরোধী দলেনতা আরও বলেন, নির্বাচনের ফল বেরনোর পর থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত ৪০ জন বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে। রাজ্যে যেভাবে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে,তা এবার বন্ধ হওয়া দরকার। সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি দিয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: Nusrat Jahan: নিখিলের সঙ্গে বিয়েই হয়নি, একসঙ্গে থাকতেন, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নুসরত

সোমবার রাতে দিল্লিতে (Delhi) উড়ে যান শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার জন্য আর্শীবাদ চেয়েছেন বলেও জানান শুভেন্দু। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর বুধবার প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন অধিকারী তনয়।