Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১২ এপ্রিল: কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) থাকলেও শহর কলকাতা-সহ আশপাশে জেলায় গরমে নাজেহাল বাসিন্দারা। ঝড়বৃষ্টির দেখা মেলেনি। সাত সকালে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই রোদের তাপ সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সকাল দসঠার পরে বাড়ির বাইরে বেরনো রীতিমতো বিপত্তির হয়ে দাঁড়িয়ে। এদিকে আজ সোমবারও ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। যদিও গত কয়েকদিন রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে বৃষ্টি না হওয়ায় এহেন বার্তায় ভরসা রাখতে পারছে না বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাসের কথায়, 'ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: মোদির আগমনে বাতিল মমতার জনসভা

এদিকে এই সময় ঝোড়ো হাওয়ার দাপট থাকাটা স্বাভাবিক। তবে খুব বেশি গরম বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে সামুদ্রিক ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। গত সপ্তাহের প্রথম দিকে কলকাতায় সামান্য বৃষ্টিপাতও হয়েছিল। এদিকে শিলিগুড়ি, ডুয়ার্স সহ উত্তরবঙ্গে বেশ কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। তবে এর জেরে তাপমাত্রার যে খুববেশি হেরফের হবে না তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে অধিকর্তা গণেশকুমার দাসের কথায়, ' ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।'

আজ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। এই সপ্তাহের বাকি দিনগুলি সর্বোচ্চ তাপমাত্রা ঘুরপাক খাবে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭-২৮ ডিগ্রির কাছাকাছি।