কলকাতা, ২ ডিসম্বর: আজ থেকেই কলকাতায় শুরু হল কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল (Covaxin Phase 3 Trial)। বুধবার কলকাতার নাইসেডে করোনাভাইরাসের প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখর। কোভ্যাক্সিনের ট্রায়ালের প্রথম স্বেচ্ছাসেবক হলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ বিকেলে নাইসেডে গিয়ে গিয়ে ভ্যাকসিন নেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির (এনআইভি) সঙ্গে যৌথভাবে সেই সম্ভাব্য টিকা তৈরি করেছে ভারত বায়োটেক।
কোভ্যাক্সিন নেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, "আমি বিজ্ঞানীদের ধন্যবাদ জানাচ্ছি তাঁদের প্রয়াসের জন্য। ভ্যাকসিন নেওয়ার পর আমার কোনও অসুবিধা নেই। ভালো আছি। স্বেচ্ছাসেবক বাড়ছে। তাই জানি এটা সাফল্য পাবে, যাতে সারা ভারতের মানুষ করোনামুক্ত হব। আমার অসুবিধা হলে, প্রাণহানি হলে কিছু যায় আসে না। মানুষের ভালো হলে সেটাই হবে লাভ।" তিনি আরও বলেন, "সব মানুষকে ভালো করতে হলে কয়েকজনকে এগিয়ে আসতে হবে।" আরও পড়ুন: COVID-19 Vaccine Update: দেশে করোনা ভ্যাকসিন সরবরাহে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে SpiceXpress
কোভ্যাক্সিন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের কলকাতায় ট্রায়াল হলে কোনটি তিনি নিতেন? ফিরহাদের জবাব, "অবশ্যই কোভ্যাক্সিন নিতাম। কারণ ভারতীয় হন, ভারতীয় জিনিস নিন। এটা আমার দেশের বিজ্ঞানীরা তৈরি করেছেন। আমার দেশের কাছে গর্ব। তাঁদের সহযোগিতা করতে গিয়ে আমার প্রাণ গেলেও কিছু যায় আসে না। সারা দেশের মানুষ যেদিন ভ্যাকসিন নেবেন সেদিন আমি সফল হয়েছি বলে মনে করব।"