HS Examination 2020 Cancelled: বাতিল হল উচ্চমাধমিকের বাকি পরীক্ষা, ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ
(Photo Credits: Pexels)

কলকাতা, ২৬ জুন: আগামী ২, ৬ ও ৮ জুলাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination) বাতিলের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি জানিয়েছেন,"আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পরীক্ষা বাতিল। ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন,‘বাতিল পরীক্ষার মূল্যায়নে নতুন বিধি থাকছে। সর্বোচ্চ নম্বর ধরে বিধি তৈরি হচ্ছে। যদি বিকল্প পদ্ধতিতে কেউ খুশি না হয়। তাদের ক্ষেত্রে সুযোগ থাকছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা দিতে পারে।'

করোনাভাইরাসের কারণে লকডাউনের জন্য মাঝপথেই স্থগিত হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। বাকি ছিল বেশ কয়েকটি পরীক্ষাল। পরে সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেওয়ার দিন নির্ধারিত হয়েছিল জুলাই মাসে। ২ জুলাই এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ৬ জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে। ৮ জুলাই ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। আপাতত সব পরীক্ষাই বাতিল করা হল। আরও পড়ুন, আইসিএসই ও সিবিএসইকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলপ্রকাশ করার নির্দেশ সুপ্রিমকোর্টের, জেনে নিন মূল্যায়ন পদ্ধতি

এদিকে আজই সিবিএসই (CBSE) ও আইসিএসই-র (ICSE) বাকি পরীক্ষা বাতিল করে ১৫ জুলাই ফলপ্রকাশ করার পক্ষে সায় দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। করোনাভাইরাস মহামারীর প্রকোপে স্থগিত ছিল সিবিএসই ও আইসিএসই-র কয়েকটি বিষয়ের পরীক্ষা। দীর্ঘ লকডাউনের পরও পরীক্ষা নেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছিল বোর্ড। বর্তমান করোনা পরিস্থিতির নিরিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ফলপ্রকাশের (Exam Result) নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।