শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল রায়গঞ্জে (Raiganj)। মেয়েকে কর্মস্থলে নিয়ে যেতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শিল্পীনগরের পুুরোনো জাতীয় সড়কে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। এই ঘটনার পর উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায়। ঘাত ডাম্পারে ভাঙচুড় চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও ডাম্পারের চালককে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
জানা যাচ্ছে, এদিন দুপুরে চণ্ডীতলার বাসিন্দা সুভাষ দে সরকার তাঁর মেয়ে সুস্মিতাকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। মেয়েটি কর্মসূত্রে ওই হাসপাতালের নার্স। তাঁকে প্রতিদিনই হাসপাতালে নিয়ে যান। এদিন পেছন থেকে একটি ডাম্পার এসে তাঁদের বাইকে ধাক্কা মারে। এরপর স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে, ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতালে চিকিৎসা চলাকালীন সুভাষের মৃত্যু হয়। তবে সুস্মিতা এখনও আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি।