কলকাতা, ১২ মার্চ: ফের কলকাতা পুলিশের (kolkata Police) সাহায্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2020) দিতে পারল এক পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে এসকর্ট করে সঠিক সময়ে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সাহায্য করল পুলিশ। আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ মার্চ অবধি। এক পরীক্ষার্থীর সিট পড়েছে দমদম কুমার আশুতোষ ইনস্টিটিউশনে (Dum Dum Kumar Ashutosh Institution) (শাখা)। কিন্তু বুঝতে না পেরে ভুল করে দমদম আশুতোষ ইনস্টিটিউশন (মেইন)-এ চলে যায় ওই ছাত্র। যখন ভুল বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কীভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে, তাই ভেবেই মাথায় চুল ছিঁড়ছিল সে। এই সময় পাশে এসে দাঁড়ায় পুলিশ।
এই সময় ডিজিটালের খবর অনুযায়ী, পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড মিলিয়ে দেখে পুলিশ তাকে এসকর্ট করে নির্ধারিত সময়ের মধ্যেই সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। শেষ মুহূ্র্তে হলেও পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার হলে ঢুকতে পারে ওই ছাত্র। এই ঘটনার পর পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্রের পরিবার। আরও পড়ুন: Kolkata: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় পোস্টিং দেওয়ার প্রক্রিয়া
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছে সংসদ। বেশ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা হচ্ছে বলে সংসদ থেকে জানানো হয়েছে। বন্ধ রাখা হয় কয়েকটি এলাকার ইন্টারনেট পরিষেবা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে স্পর্শকাতর কেন্দ্রে বসানো সিসি ক্যামেরা রাখা থাকবে নজর এড়ানো জায়গায়। তা থাকবে একমাত্র প্রধান শিক্ষকের গোচরে।