সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে সম্প্রীতির সম্পর্ক তিক্ত হয়েছে। আর সেই কারণেই সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কারণ সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন সেনারা ও মৌলবাদী দলগুলি হুমকি দিয়েছে যে আগামী ৪ দিনের মধ্যে নাকি তাঁরা কলকাতা দখল করবে। বিএসএফের হাতে ইতিমধ্যেই বন্দি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশী। এরমধ্যেই হাবরার একটি বাড়িতে পড়ল হুমকি চিঠি। জানা যাচ্ছে, হাবরার আক্রমপুরে এক মহিলার বাড়িতে এই চিঠি পড়েছে। যেখানে লেখা আছে ওই মহিলাকে আগামী এক সপ্তাহের মধ্যে ১৫ জন মিলে ধর্ষণ করবে। নিচে লেখা আজিদা বাংলাদেশ।
ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে। সেই অনুযায়ী তদন্তও শুরু হয়েছে। পুলিশসূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি চিঠি এবং একটি ফাঁকা মদের বোতল উদ্ধার হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে, এই হুমকি চিঠি পাওয়ার পর আতঙ্কে রয়েছে ওই পরিবারের লোকজনেরা। সেই সঙ্গে উদ্বিগ্ন রয়েছে প্রতিবেশীরাও।