কলকাতা, ১০ সেপ্টেম্বর: কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার ২০০ কোটি টাকার হেরোইন (Heroin)। গুজরাত এটিএস (Gujarat ATS) ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) গতকাল যৌথ অভিযান চালায় কলকাতা বন্দরে। দুবাই থেকে আসা কন্টেনারে রাখা ছিল এই মাদক। বাতিল যন্ত্রাংশের মধ্যে থাকা ৭২টি প্যাকেট থেকে মোট ৩৯ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গুজরাত পুলিশের ডিজি আশিস ভাটিয়া (Ashish Bhatia) বলেন, ফেব্রুয়ারিতে আমদানি করা একটি স্ক্র্যাপ চালান আসার পর থেকে কলকাতা বন্দরের ডকে পড়ে ছিল। এই চালানে মাদক পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে আমাদের কাছে। এরপরই ডিআরআই জামনগর দলের সঙ্গে একটি এটিএস দল কলকাতায় পাঠানো হয়েছিল, যেখানে পরিদর্শনের সময় প্রায় ১২টি গিয়ার বক্স পাওয়া যায়। সেগুলি খোলা হলে ৭২ প্যাকেট হেরোইন পাওয়া যায়, যার মোট ওজন ৩৯ কেজি ৫০০ গ্রাম। এই হেরোইনের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ২০০ কোটি টাকা। আরও পড়ুন: Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি, সোমবারও ভিজবে বাংলা
In a joint operation, #Gujarat ATS and DRI seized nearly 40 kg of heroin at Kolkata port. Consignment arrived from Dubai declared as heavy melting scrap. It was lying at a freight station for nearly seven months @DeccanHerald pic.twitter.com/HrY5rDIaYO
— satish jha. (@satishjha) September 9, 2022
এদিকে, এই অভিযান সম্পর্কে কলকাতা পুলিশের তরফে কিছু জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা বন্দরের এক পদস্থ আধিকারিক জানান, এই অভিযান সম্পর্কে গুজরাত পুলিশের তরফ থেকে তাদের কোনও তথ্য দেওয়া হয়নি ৷