কলকাতা, ৩১ জানুয়ারি: ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করেছেন বলে সোমবার জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত নতুন করে মোড় নেয় আবার। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্লক করেছেন, এ কথা জানার পর পালটা ট্যুইট করেন রাজ্যপাল। রাজ্যপাল লেখেন...
Guv WB : Mandated under Article 159 of the Constitution to ensure none in the state “blocks” Constitutional Norms and Rules of Law and those in authority “bear true faith and allegiance to the Constitution of India” pic.twitter.com/gGDf3doAyJ
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022
রাজ্য়পালের ওই ট্যুইটের পর ফের পালটা ট্যুইট করেন ধনখড়। যেখানে তিনি বলেন, সাংবিধানিক কর্মকর্তাদের মধ্যে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধার মাধ্যমে যে কোনও কাজ কার্যকরী করা সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁর সম্মান এবং শ্রদ্ধা রয়েছে বলে জানান রাজ্যপাল ধনখড়।
WB Guv Message to Hon’ble CM on her WHATSAPP today and read by her at 10.25 am today-
“Dialogue and harmony amongst constitutional functionaries is essence and spirit of democracy and mandate of the constitution.
This can blossom with mutual regard and respect…1/2
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022
আরও পড়ুন: Jagdeep Dhankar: টুইটারে মুখ্যমন্ত্রী ব্লক করায় সংবিধানের ১৫৯ ধারা মনে করিয়ে টুইট রাজ্যপালের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে এমনই বার্তা দিয়ে রাজ্যপাল হোয়াটসঅ্যাপ করেন বলেও জানান।