কলকাতা, ২৮ জুন: আজ, সোমবার, সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখরকে (Governor Jagdeep Dhankhar) দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাওয়ালা জৈন কাণ্ডে (Hawala Jain Case) তাঁর নাম রয়েছে বলে অভিযোগ করেন মমতা। তারই জবাবে পাল্টা সাংবাদিক বৈঠক করেন জগদীপ ধনখর। বলেন,"জৈন হাওয়ালার চার্জশিটে আমার নাম ছিল না। জনগণের সামনে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই। ওঁনার মতো বর্ষীয়ান রাজনীতিবিদের কাছ থেকে এরকম মন্তব্য আশা করিনি।"
সাতদিনের পাহাড়সফর শেষে আজ রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন ধরে জিটিএ-তে (GTA) কোনও নির্বাচন নেই, অডিট হয় না। সেখানে টাকা নয়ছয় হচ্ছে, পাহাড়ের উন্নয়ন ব্যাহত করা হয়েছে। এ নিয়ে CAG অডিট হোক বলে দাবি তোলেন তিনি। এর প্রেক্ষিতেই রাজ্যপালকে 'দুর্নীতিগ্রস্ত' বলে আক্রমণ করেন মমতা। আরও পড়ুন, আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ, বন্ধ থাকছে লোকাল ট্রেন
উল্লেখ্য, ১৯৯১ সালে কাশ্মীরি জঙ্গি আশফাক হোসেন লোনের গ্রেফতারিতে জৈন হাওয়ালা-কাণ্ড সামনে আসে। তদন্তে জানা যায়, আশফাক হিজবুল মুজাহিদিনের সদস্য। দিল্লিতে তাকে জেরা করে জানা যায়, হাওড়ার ব্যবসায়ী সুরেন্দ্রকুমার জৈন এবং তার পরিবার মারফত হিজবুলের কাছে অর্থ সাহায্য যেত। সুরেন্দ্র কুমারকে জেরায় ও তল্লাশিতে বিদেশি মুদ্রা, দু’টি ডায়েরি, একগুচ্ছ নোটবুক উদ্ধার হয়। এই নোটবুকে এলকে আডবাণী ও ধনখরের নাম পাওয়া যায়।