কলকাতা, ১০ মে: গত বছর রাজ্য বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 20220 ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) কর্মীদের ওপর খুন-হামলা-সন্ত্রাসের অভিযোগে সরব হয় পদ্মশিবির। রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও বিভিন্ন সময়ে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন। এবার, আজ মঙ্গলবার দুপুরে রাজভবনে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের কাছে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারদের দেখা করতে নিয়ে যান রাজ্য বিজেপি-র প্রতিনিধিদল।
রাজভবনে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারদের সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ, আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ পদ্ম শিবিরের বিভিন্ন নেতা-নেত্রীরা। রাজ্যপালের কাছে নিজেদের কষ্ট, শোকের কথা তুলে ধরলেন ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। আরও পড়ুন: বাংলা অ্যাকাডেমি পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে, ফেসবুক লাইভে কী বললেন শ্রীলেখা মিত্র দেখুন
দেখুন ছবিতে
West Bengal | Governor Jagdeep Dhankhar meets a BJP delegation of LoP Suvendu Adhikari, state chief Sukanta Majumdar, MP Saumitra Khan, Secretaries Agnimitra Paul & Priyanka Tibrewal, along with family members of post-poll violence victims at Raj Bhawan, Kolkata, today pic.twitter.com/JT5NrUIe5W
— ANI (@ANI) May 10, 2022
বাংলায় বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার তদন্তে সক্রিয় সিবিআই। গত বছর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বিজেপি দাবি করেছিল, তাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। ঘর-বাড়িও ভেঙে দিয়েছে শাসক দলের কর্মীরা। বহু মানুষ ঘরছাড়া। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ বেশিরভাগই ভিত্তিহীন ও সাজানো বলে উড়িয়ে দিয়েছিল।