আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) য় বুধবার তদন্তের দায়িত্বভার নিল সিবিআই। এদিন সকালে এসেই কলকাতা পুলিশের থেকে মূল অভিযুক্তকে হস্তান্তর করা হয় সিবিআই হেফাজতে। অন্যদিকে আজ থেকে প্রতিবাদে নেমেছে রাজ্যের বুদ্ধিজীবীরা। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন অসংখ্য যুবক-যুবতী। এমনকী এই ঘটনা নিয়ে এবার সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি বলেন, আরজি কর হাসপাতালের ঘটনা অত্যন্ত নির্মম ও ভয়াবহ। এটা বাংলা তো বটেই গোটা দেশের জন্য লজ্জাজনক ঘটনা। রাজ্য সরকারকে এই ঘটনার দায় নিতে হবে এবং সকল রাজ্যবাসীকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
রাজ্যপাল আরও বলেন, "যাঁর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তিনি কারোর মেয়ে বা বোন বা দিদি। আর বিগত কয়েকদিনে এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে হামেশাই হচ্ছে। এই ধরনের ঘটনাগুলি কেন বন্ধ হচ্ছে না বাংলায়। এই বাংলার স্বপ্ন দেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? যিনি বলেছিলেন 'চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শিড়'। এই সমস্ত ঘটনার নিরপেক্ষ বিচার হওয়া উচিত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, 'ওঠো, জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না', ফলে এর বিচার না হওয়া পর্যন্ত রাজ্যবাসীর প্রতিবাদে সামিল থাকা উচিত"।
Watch: Governor of West Bengal C. V. Ananda Bose says on RG Kar Medical College and Hospital rape-murder incident says, "...It is a shame on entire Bengal, it's a shame to India, shame to humanity...This is not the first time...Government has to take the responsibility all state… pic.twitter.com/4BhcLhqaIH
— IANS (@ians_india) August 14, 2024
যদিও এই রাজ্যপালের বিরুদ্ধেই রাজভবনে এক মহিলা কর্মীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। সেই নিয়ে থানায় অভিযোগও জানান ওই মহিলা। এমনকী এই ঘটনায় সিভি বোসের সঙ্গে জড়িত ছিলেন রাজভবনের কিছু কর্মী। এই ঘটনার মামলা ইতিমধ্যেই হাইকোর্টে চলছে। এমনকী এই ঘটনার তদন্তকারী ডিএসপি ইন্দিরা মুখোপাধ্যায়কে আগামীকাল ১৫ অগাস্টের অনুষ্ঠানে পুলিশ মেডেল দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।