![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/1-17-1.jpg?width=380&height=214)
মালদায় (Malda) ক্রমেই বাড়ছে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা। কয়েকমাস আগে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়েছিল। সেই ঘটনার পর মানিকচকে বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা দেওয়া হয়। আর এই ঘটনার সপ্তাহখানেক পর ফের শুক্রবার রাতে হামলা চলে সাবিত্রী মিত্রের গাড়ির চালকের ওপর। কার্যত প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিরা। রাতের দিকে ফাঁকা রাস্তায় ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারে অনুপ সাহা নামে ওই ব্যক্তির ওপর। যদিও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে চলে আসায় কোনওক্রমে এ যাত্রায় প্রাণরক্ষা গয় তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মালদা পুলিশ।
ভিডিয়ো রেকর্ড করতে যেতেই চড়াও হয় দুষ্কৃতিরা
জানা যাচ্ছে, শুক্রবার রাতের দিকে বিয়েবাড়ির একটি অনুষ্ঠান থেকে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন অনুপ। এদিন আগে থেকেই মালদার বিধায়ককে জানিয়ে ছুটি নিয়ে নিয়েছিলেন তিনি। ভোররাতের দিকে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখেন তাঁর পেছনে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবক ধাওয়া করছেন। বিপদ বুঝতে পেরে স্ত্রী সহ বাকি সদস্যদের এগিয়ে যেতে বলেন অনুপ। এবং পকেট থেকে নিজের ফোন বের করে ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করেন।
ফোন করে খোঁজ নেন বিধায়ক
তখনই ওই দুষ্কৃতিরা তাঁর ওপর চড়াও হয়। তাঁরা ছুরি দিয়ে অনুপের শরীরে একাধিক আঘাত করে বলে অভিযোগ। আর তাতেই চিৎকার করে ওঠেন তিনি। সেই চিৎকার শুনে স্ত্রী ও পরিবারের সদস্যরা তো বটেই, এমনকী স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। তখনই দুষ্কৃতিরা পালিয়ে যায়। এই ঘটনার পর তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে মৌলপুর হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও আপাতত তাঁর অবস্থা স্থীতিশীল। এদিকে এই ঘটনায় ভোলা ও পবন ঘোষ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা কানে যেতেই আক্রান্ত গাড়িচালকের স্ত্রীকে ফোন করেন বিধায়ক সাবিত্রী মিত্র।