Representational Image (Photo Credit: X)

পুজো মিটতেই দুষ্কৃতি তাণ্ডব শুরু শহর কলকাতায়। বরানগরে (Baranagar) একটি সোনার দোকান লুট করল একদল দুষ্কৃতি। ঘটনার পর থেকেই বন্ধ ছিল সিসিটিভি ক্যামেরা। দিল্লিতে থাকা ব্যবসায়ীর ছেলের সন্দেহ হওয়ায় স্থানীয় থানায় বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ এসে বন্ধ দোকান খুলে উদ্ধার করা হয় স্বর্ণ ব্যবসায়ীর দেহ। ভরদুপুরে এমন হাড়হিম করা কাণ্ড দেখে আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনার তদন্তে যোগ দিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও।

দোকানে একাই ছিলেন ব্যবসায়ী

জানা যাচ্ছে, এদিন ৩টে থেকে সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় দোকানে একাই ছিলেন শম্ভুনাথ দাস লেনের সোনার দোকানের মালিক শঙ্কর জানা। সেই সময় ৫ দুষ্কৃতি দোকানের সামনে আসে। তাঁদের মধ্যে দু’জন ভেতরে ঢোকে এবং বাকি ৩ জন বাইরে দাঁড়িয়েছিল। পুলিশসূত্রের খবর, প্রথমে তাঁরা সোনা দেখতে চায়। ব্যবসায়ী কয়েকটি গয়না বের করে দেখাতে শুরু করে। সেই সময় আততায়ীরা হামলা চালায়। সেই সময়কার কিছু ঘটনায় সিসি ক্যামেরায় রেকর্ডও হয়েছে।

আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা

ঘটনার কিছুটা ভিডিয়ো দিল্লিতে থাকা ছেলে মোবাইলে দেখতে পেয়েই সরাসরি থানায় সে যোগাযোগ করে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে দেখে দোকানটি বন্ধ।। তাঁরাই দোকান খুলে দেখে হাত-পা মোড়া রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধ শঙ্কর জানা। পুলিশ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, দোকান থেকে বেশকিছু মূল্যবান সোনার গয়না চুরি গেছে। এই ঘটনার পর আশেপাশের স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।