২০ দিন পেরিয়ে গিয়েছ, কিন্তু জল কমার কোনও লক্ষণ নেই। ঘাটালে (Ghatal) কোথাও এখনও কোমর সমান জল, কোথাও আবার হাঁটু সমান জল রয়েছে। এরমধ্যেই নৌকা নিয়ে চলাচল করছেন ঘাটালবাসীরা। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড, ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত, দাসপুরের বেশকিছু এলাকা এখনও জলমগ্ন। কবে জলস্তর কমবে, সেটা জানা নেই কারোর। এদিকে বঙ্গে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামীকাল থেকে ঘাটাল সহ, বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আবারও বন্যার আশঙ্কায় কাঁপছে ঘাটালবাসীদের পা।
আক্ষেপের সুর স্থানীয় বাসিন্দাদের গলায়
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছরই শুনি ঘাটাল মাস্টারপ্ল্যান হবে। কিন্তু কবে হবে আমরাও জানি না। সেই কংগ্রেসের আমল থেকে এই প্রতিশ্রুতি শুনে আসছি। এখনও কোনও অবস্থার উন্নতি হয়নি। বর্ষাকালে ২০-২৫ দিন জলমগ্ন থাকে একাধিক এলাকা। ঘাটাল পুরসভার ১০টি ওয়ার্ড জলের তলায়। এখন শুনছি আবার বৃষ্টি আসবে। কবে এই পরিস্থিতির উন্নতি হবে, সেকথা আমাদেরও জানা নেই।
ঘাটাল মাস্টারপ্ল্যান
প্রসঙ্গত, চলতি বছর থেকে শুরু হয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। রাজ্য সরকারের তরফে তৈরি করা হচ্ছে এই মাস্টারপ্ল্যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে এই মাস্টারপ্ল্যানের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। অর্থ বরাদ্দ করেছেন তিনি। তবে কবে এই কাজ শেষ হবে, সেই নিয়ে নিশ্চিত করে বলতে পারছে না কেউ।