আজ ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আজ (৫ আগস্ট, ২০২৫) দুপুরে জলমগ্ন ঘাটালের আড়গোড়া চাতালে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে এসে তিনি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। উপস্থিত থাকবেন জেলাশাসক জেলা পুলিশ সুপার সহ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গেই তিনি কিছু বন্যা কবলিত মানুষের হাতে রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী তুলে দেবেন। এরপর তিনি সড়ক পথে মেদিনীপুর শহরে উপস্থিত হবেন। এখানেই সার্কিট হাউসে তিনি রাত্রিবাস করবেন। আগামীকাল সকালে ঝাড়গ্রাম শহরের উপস্থিত হবেন তিনি।
West Bengal: Chief Minister Mamata Banerjee will visit Ghatal on 5th August (tomorrow) to inspect the flood situation pic.twitter.com/6UH9ihnLbT
— IANS (@ians_india) August 4, 2025
বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল সফরের আগে, রাস্তা পরিষ্কার ও মেরামতের কাজ পুরোদমে চলছে। ঘাটাল-আরামবাগ এবং ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কগুলিতে মসৃণ চলাচল এবং প্রস্তুতি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
West Bengal: Ahead of CM Mamata Banerjee’s visit to Ghatal for inspection of the, road cleaning and repair works are in full swing. Efforts focus on Ghatal-Arambagh and Ghatal-Chandrakona State Roads to ensure smooth movement and preparedness pic.twitter.com/3rR7EnzAOg
— IANS (@ians_india) August 4, 2025