Mahua Moitra: 'খেলা শুরু, বাংলা ভাগ মন্তব্যের পুরস্কারে মন্ত্রিসভায় স্থান', বার্লাকে কটাক্ষ মহুয়ার
মহুয়া মৈত্র, ছবি ট্যুইটার

কলকাতা, ৭ জুলাই: পশ্চিমবঙ্গকে (West Bengal) ভাগ করা হোক। এমন দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ। বাংলা ভাগ মন্তব্য থেকে বিজেপি দূরত্ব বজায় রাখে ওই সময়। বাংলা ভাগ মন্তব্য করা বিজেপি সাংসদকে এবার নয়া মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে পুরস্কার হিসেবে। খেলা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভা গঠনের আগে এমনই ট্যুইট করেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

 

উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের স্বীকৃতি নিয়ে সম্প্রতি মত প্রকাশ করেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (John Barla)। এমনকী, বাংলা থেকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের সম্মান দিয়ে শিলিগুড়িকে রাজধানী করা হোক বলেও মন্তব্য করেন জন বার্লা। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়।

আরও পড়ুন: Rajib Banerjee: মুখ্যমন্ত্রীকে আক্রমণ না করে পেট্রল, রান্নার গ্যাসের দাম নিয়ে ভাবুন, শুভেন্দুকে আক্রমণ রাজীবের

যদিও জন বার্লার ওই মন্তব্যকে সমর্থন করেনি বিজেপি (BJP)। এমনকী, বাংলা ভাগ বিজেপির অ্যাজেন্ডা নয় বলেও সাফ জানানো হয়। এবার আলিপুরদুয়ারের সেই সাংসদকে মন্ত্রিসভায় জায়গা  দেওয়া নিয়ে জোরদার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র।