Local Train In West Bengal (Photo credit: Wikipedia)

কলকাতা, ২ জানুয়ারি: রাজ্যে কোভিড সংক্রমণ (Corona virus) দ্রুত গতিতে বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ (Covid Restrictions) ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সেই মতো এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক সম্মেলন করে রাজ্যে কোভিড বিধি জানিয়ে দিলেন।  সোমবার থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। সন্ধ্যা ৭টার পর চলবে না লোকাল ট্রে নও। লোকাল ট্রেনে ৫০ শতাংশের বেশি যাত্রী উঠতে পারবেন না।

আগামিকাল থেকে কলকাতার ১১ টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জায়গায় করোনা বিধিনিষেধ জারি করা হবে। সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে। আরও পড়ুন: হলুদ সতর্কতার দিল্লিতে বর্ষবরণে কোভিড বিধি ভেঙে ৯৯ লক্ষ টাকার জরিমানা

চিড়িয়াখানা সহ সব পর্যটন স্থল বন্ধ করা হচ্ছে। রাত্রিকালীন বিধিনিষেধের সময় বাড়ল। রাত ১০ টা থেকে ভোর ৫ টা থেকে পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধে থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

কী কী বিধিনিষেধ থাকছে দেখে নিন একনজরে -

আগামিকাল, সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলতে পারে।

সন্ধ্যা সাতটার পর সব লোকাল ট্রেন বন্ধ থাকবে।

সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে।

সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

রাত্রিকালীন বিধিনিষেধের সময় বাড়ল। রাত ১০ টা থেকে ভোর ৫ টা থেকে পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধে থাকবে।

৫ জানুয়ারি থেকে কলকাতায় দিল্লি ও মুম্বই থেকে আসা বিমান শুধু সোমবার ও শুক্রবার বিমান আসতে পারবে।

মাস্ক ছাড়া কোনও বাজার বা শপিং মলে প্রবেশ করা যাবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে।

হোম ডেলিভারি চালু থাকবে। মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি।

আগামিকাল থেকে কলকাতার ১১ টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জায়গায় করোনা বিধিনিষেধ জারি করা হবে।

বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

বৈঠক এবং আলোচনাসভায় সর্বাধিক ২০০ জন থাকতে পারবেন।

রেস্তোরাঁ এবং পানশালায় সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন।

শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন।

সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।

জিম, সেলুন, সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে। বিনোদন পার্ক, চিড়িয়াখানা বন্ধ থাকবে।

সোমবার থেকে লন্ডনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না।

সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।

চিড়িয়াখানা, পার্ক, সমস্ত পর্যটন স্থান বন্ধ থাকবে।