ফাইল ফোটো (Photo Credit: PTI)

কলকাতা, ১২ এপ্রিল: করোনায় (Coronavirus) আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।হটস্পট লকডাউন করা হয়েছে বহু এলাকা। উদ্বিগ্ন রাজ্যবাসী। তবে উদ্বেগের মধ্যেও আশার আলো। করোনার কবলে পরে সুস্থ হয়ে উঠলেন শহরের ৪ জন। কলকাতার হাসপাতাল থেকে ছুটি পেলেন ১ জন, উত্তরবঙ্গের হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন বাবা, মা এবং সন্তান। করোনা উপসর্গ নিয়ে ৩১ শে মার্চ ফোর্টিস হাসপাতালে ভর্তি হন এলগিন রোডের বাসিন্দা ইন্দ্র চন্দ্র। হাসপাতালের খবর অনুযায়ী, উত্তরবঙ্গে যে মহিলার মৃত্যু হয়েছিল ওই ৩ জন তাঁর আত্মীয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা।

উত্তরবঙ্গে এক সুপারস্পেশালিটি হাসপাতালে এক করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তাঁকেও খুব শীঘ্রই ছাড়া হতে পারে বলে জানান চিকিৎসকরা। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫। মৃতের সংখ্যা ৫। রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন (Coronavirus Lockdown) বাড়ে। আজ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন দশটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরই এই ঘোষণা মমতার। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি জানান, বাংলায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৯৫। আরও পড়ুন, মদ অমিল, হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে নেশার ট্যাবলেট খেয়ে মৃত্যু ২ যুবকের!

যার মধ্যে ৭০টি কেস ১৬টি পরিবারের।লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে শনিবার ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার পরই রাজ্যের স্কুল-কলেজগুলি বন্ধ রাখার কথা জানান মমতা ব্যানার্জি। রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।