কলকাতা, ২ জুন: করোনাকে জয় করলেও এখনই পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ যেহেতু স্ত্রী মীরাদেবী ও সর্বক্ষণের সঙ্গী তপনবাবুও করোনার কবলে পড়েছিলেন তাই বাড়ি ফিরলে তাঁদের দেখভালের জন্য আর কেউ নেই৷ কোভিড পরবর্তী পর্যায়ে শরীরের ঠিকঠাক যত্নআত্তি প্রয়োজন৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে৷ সেসবের জন্য সবথেকে ভাল জায়গা সেফ হোম৷ তাই আজ বুধবার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্ত্রী ও আপ্তসহায়ককে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ির কাছাকাছি এক সেফ হোমে যাচ্ছেন৷ আপাতত সেখানেই থাকবেন তাঁরা৷ আপাতত অক্সিজেন ও নেবুলাইজারের প্রক্রিয়া অব্যাহত থাকবে৷ আরও পড়ুন-Madhyamik-HS Exam Update: বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ, ৭২ ঘণ্টায় রিপোর্ট
সেফ হোমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে থাকবেন চিকিৎসকরা৷ বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসকও তাঁর স্বাস্থ্যের খবরাখবর রাখবেন সবসময়৷ গত ১৮ মে করোনায় আক্রান্ত হন তিনি৷ একই সঙ্গে মারণ ভাইরাসের কবলে পড়েন মীরাদেবী ও তপনবাবু৷ সেসময় বাড়িতেই চিকিৎসাধীন থাকতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তিনি যখন সুস্থ হয়ে উঠছেন তখনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধবাবুকে৷ এখন তাঁদের সেরে ওঠার পালা৷