নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, পার্থসারথি চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ। অমিত শাহের (Amit Shah) বাড়িতে তাঁরা যোগদান করেন। কাল ডুমুরজলায় বিজেপিতে ‘যোগদান মেলা’। ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ।
অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজীব জানালেন, কাল ডুমুরজোলার সভায় আরও অনেকে যোগ দেবেন। তিনি আরও বলেছেন, কেন্দ্র-রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলার উন্নয়নের স্বার্থে শাহর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজীব আরও বলেছেন, অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এবার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা। আগামিকাল রাজ্যে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আরও পড়ুন, প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব