রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি থানা এলাকায়। পূণ্যস্নান করে বাড়ি ফেরার পথে বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই ট্রেকার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। মৃতদের মধ্যে ৪ জনই ছিলেন মহিলা। এবং একজন গাড়ির চালক ছিলেন। আহত ১৮ জনকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ঘাতক ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও তার চালক বা খালাসিকে আটক করা হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
হতাহতরা সকলেই একই গ্রামের বাসিন্দা
পুলিশসূত্রে খবর, এদিন সকালে ঘটনাটি ঘটেছে কান্দিতে গোকর্ণ পাওয়ার হাউস হাউস মোড়ের কাছে। হতাহতরা সকলেই হরিহরপাড়ার রুকুনপুর এলাকা বাসিন্দা ছিলেন। এরা সকালে ট্রেকারে করে বীরভূমের বেলে বোড়াতে বালিগ্রাম মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে চালক সহ মোট ২৩ জন ছিলেন। যাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়।
মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। এলাকাবাসীদের সহায়তায় পুলিশ হতাহতদের দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। মৃত ৫ জনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।