Fire Crackers (Photo Credit: X)

বাংলার আতশবাজি শিল্পকে সুসংগঠিত ও নিরাপদ পথে এগিয়ে নিতে জেলায় জেলায় বাজি ক্লাস্টার গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ছয়টি জেলায় বাজি ক্লাস্টার তৈরির জন্য জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, হাওড়া এবং দার্জিলিং।

জেলা প্রশাসনের তরফে সারা বাংলা আতশবাজি সমিতির কর্তা বাবলা রায়কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ধাপে ধাপে প্রতিটি জেলায় একটি করে বাজি ক্লাস্টার গড়ে তোলা হবে। সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায় জানিয়েছেন, সরকারের এই উদ্যোগকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তবে কোথায় জমি বরাদ্দ হচ্ছে, কীভাবে পরিকাঠামো গড়ে তোলা হবে এবং শিল্পীদের কীভাবে সহযোগিতা দেওয়া হবেএসব বিষয়ে শীঘ্রই বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজ্য মন্ত্রিসভা আতশবাজি শিল্পকে ইতমধ্যেই ক্ষুদ্র কুটির শিল্পের মর্যাদা দিয়েছে। সেই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে এবার যার মাধ্যমে আতশবাজি নির্মাণ থেকে বিক্রি পর্যন্ত প্রক্রিয়া আরও সুরক্ষিত, নিয়মতান্ত্রিক ও পরিবেশবান্ধবভাবে পরিচালিত হবে।