কলকাতা, ১২ মার্চ: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (R. G. Kar Medical College and Hospital) আগুন। জরুরি বিভাগে আগুন লাগে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে আসে দমকলের (fire brigade) ৪টি আগুন। রোগীদের অন্যত্র সরানো হয়। দমকল কর্মীদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি থেকেই এই আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। হাসপাতালে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল।
জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের অবজারভেশন ওয়ার্ডের বাইরের দিকে প্লাস্টিকের ছাউনির উপর গ্রিলের ওয়েল্ডিয়ের কাজ হচ্ছিল। দুপুর ৩টে নাগাদ সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে এসে পড়ে প্লাস্টিকের শেডে। তা থেকেই আগুন লেগে যায়। ধোঁয়া তৈরি হয়। আর তা থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রায় জনা ৪০ রোগীকে ক্যাসুয়ালটি ব্লক অবজারভেশন ওয়ার্ড থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাঁদের সবাইকে আবার ফিরিয়েও আনা হয়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরও পড়ুন: Bangladeshi Barge Sinks In Hooghly River: হুগলি নদীতে সংঘর্ষ, পোর্ট ট্রাস্টের জাহাজের ধাক্কায় ডুবল বাংলাদেশি বার্জ
হাসপাতালে পৌঁছে যায় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের একটি দলও। আসলে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি৷ আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল৷