শীতের দুপুরে বাইপাসের তপসিয়ায় (Topsia) বিধ্বংসী আগুন। পুড়ে ছাঁই একাধিক ঝুপড়ি ঘর। সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি ঝুপড়িতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আশেপাশের ঘরগুলিতে আগুন ছড়িয়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে ৫টি ইঞ্জিন ও পরবর্তীকালে আরও ১০টি ইঞ্জিন আসে। আশেপাশে একাধিক বহুতল ও অফিস রয়েছে। ফলে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেইজন্য তৎপর দমকল বাহিনী। ঘটনাস্থলে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

দমকল আধিকারিকরা মনে করছেন যে ঝুপড়িতে সিলিন্ডার ফাটার কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও আগুন নিয়ন্ত্রণে এলে বোঝা যাবে যে আগুন লাগার সঠিক কারণ। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ঝুপড়িতে বেশ কয়েকজন আটকে ছিল, তাঁদের দমকল কর্মীরা এসে উদ্ধার করেছেন। কমপক্ষে ২০০টি ঝুপড়ি ইতিমধ্যেই ভষ্মীভূত হয়ে গিয়েছে। মূলত ঝুপড়িগুলিতে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।