Satyajit Ray's Ancestral House (Photo Credit: X)

কলকাতা, ১৬ জুলাই: সত্যজিৎ রায়ের (Satyajit Ray's Ancestral Home) বাংলাদেশের (Bangladesh) বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুস সরকার। বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এবার সেই বাড়ি ভেঙে ফেলছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। যা প্রকাশ্যে আসার পরই তা নিয়ে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবাদ জানান বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের। বিদেশ মন্ত্রকের (MEA) তরফেও সত্যজিৎ রায়ের ময়মনসিংহের বাড়ি ভাঙার প্রতিবাদ জানানো হয়েছে। সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটিকে যাতে সাংস্কৃতিক জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়, সেই আবেদনও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়।

ভাঙা হচ্ছে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত বাড়ি...

 

বিষয়টি নিয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এমনকী কী হল যে সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বলে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টির তীব্র প্রতিবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙার প্রতিবাদ জানান অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও...

 

বিজেপির অমিত মালব্যও বিষয়টির তীব্র প্রতিবাদ করেন...

 

যদিও বাংলাদেশের তরফে পালটা দাবি করা হয়, সত্যজিৎ রায়ের বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ২০০৭ সাল থেকে এটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে রয়েছে। তবে ভারতের তরফে বিষয়টির তীব্র প্রতিবাদ জানানোয়, আপাতত সত্যজিতের বাড়ি ভাঙার কাজ বন্ধ রয়েছে বলে খবর।

সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় জানান, তিনি ওই বাড়িতে কখনও যাননি। তাঁর বাবা একবার ময়মনসিংহের বাড়ি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির কথা ভেবেছিলেন বলেও জানান সন্দীপ রায়।