ফাইল ফটো

কলকাতা: হাওড়ার শিবপুর (Howrah's Shibpur) ও হুগলির রিষড়ার (Hooghly's Rishra) হিংসার (Violence) ঘটনার তদন্ত (investigation) জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-কে দিয়ে করানো উচিত বলে মন্তব্য করলেন ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির (Fact Finding Committee) প্রধান পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিংহা রেড্ডি (former Chief Justice of Patna High Court Narasimha Reddy)। রবিবার দুপুরে হুগলি যাওয়ার সময় নবান্ন টোল প্লাজায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গাড়ি আটকে দেয় পশ্চিমবঙ্গ পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে বলে তাদের আটকানো হয়েছে বলে জানানো হয়।

পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, "রিষড়া ও শিবপুরে হিংসার ঘটনায় এএনআই তদন্ত দরকার। আমাদের এনআইএ-কে দরকার এই কারণে যে ওখানে অশান্তি কী পরিকল্পনা করে লাগানো হয়েছিল তা জানার জন্য। এটা পরিষ্কার হয়ে গেছে যে দুটি ক্ষেত্রেই ঘটনাগুলি ঘটার জন্য পুলিশই দায়ী।"

৬ জনের টিমের আরেক সদস্য আইজি স্ট্রেট ক্রাইম ব্রাঞ্চ (অবসরপ্রাপ্ত) রাজপাল সিং জানান, "এখানে প্রকৃত অপরাধী হল পুলিশ ও প্রশাসন। পরিস্থিতির উন্নতি ঘটানোর ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে। নিরীহ মানুষদের নামে মামলা হয়েছে আর মূল অভিযুক্তদের লুকিয়ে রাখা হয়েছে।"