
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য সোমবার রাত ১.২৫ মিনিটে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। প্রথম জীবনে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দলবিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। পরবর্তী সময়ে দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি।
বামফ্রন্টের তরফে জানানো হয়েছে আজ (১৩ মে, ২০২৫) সকালে তার মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিআইটিইউ রাজ্য দপ্তর শ্রমিক ভবন এবং সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দপ্তর মুজফ্ফর আহমদ ভবন হয়ে এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন পৌঁছবে। তারপর দত্তবাগান মিল্ক কলোনির "বেলগাছিয়া ভিলায়" তাঁর নিজস্ব বাসভবনে নিয়ে যাওয়া হবে।সেখান থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে বেলা ১২ টায় বারাসাতে সিপিআই(এম) উত্তর ২৪ পরগণা জেলা দপ্তরে পোঁছাবে। পার্টি জেলা দপ্তরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ সিআইটিইউ উত্তর ২৪ পরগণা জেলা দপ্তর ব্যারাকপুরে নিয়ে আসা হবে বেলা ১ টায়। ব্যারাকপুর থেকে যাওয়া হবে তাঁর আদি বাসভবন ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায়। ভাটপাড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।