বেফাঁস মন্তব্যের কারণে একাধিকবার দলকে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই প্রাক্তন সাংসদ এখন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মন্তব্যের সমালোচনা করলেন। সম্প্রতি হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে (Rekha Patra) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোড়গোল পড়েছে। এবার এই নিয়ে দিলীপ ঘোষ বললেন, "ববি হাকিম যা বলেছেন তাই নিয়ে সকলেরই সমস্যা হওয়া স্বাভাবিক। এই নিয়ে সকলেই বিরোধীতা করেছেন। চিন্তাভাবনা করে শব্দ প্রয়োগ করা উচিত। মহিলাদের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ আমাদের শিক্ষা ও সংস্কৃতির বিরোধী। ফলে এখন ক্ষমা চেয়ে লাভ নেই"।
#WATCH | West Medinipur, West Bengal | On the statement of West Bengal Minister Firhad Hakim, BJP leader Dilip Ghosh said, "... Everyone has objection to the language he has used. It should be opposed... Using such words about women is against our culture." pic.twitter.com/1p7hV78uhx
— ANI (@ANI) November 9, 2024