কলকাতা, ৫ জুলাই: শহরে যেন মরণফাঁদ পাতা। হরিদেবপুর, নারকেলডাঙার পর এবার ট্যাংরা। গত দু সপ্তাহে তৃতীয়বার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। ট্যাংরার এন্টালি থানার এক দোকানের শাটারের লোহার ফ্রেমে হাত দিতেই তড়িতাহত হয়ে প্রাণ হারালেন বছর ৩৫-এর এক ব্যক্তি। খাবার দোকানে রান্নার জোগাড় করা সেই মৃত ব্যক্তির নাম বান্টি হালদার (পাঁচা)।
ঠিক কী ঘটেছিল? সংবাদমাধ্যমে প্রকাশ, খাটিক রোডের ওই খাবারের দোকানে আচমকাই সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। জল ঢেলে সেই আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছিলেন বান্টি ও দোকানের অন্যান্য কর্মীরা। কিন্তু আগুন কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। তারপর লোহার শাটারের ফ্রেমে বান্টি হাত দেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। আরও পড়ুন-কলকাতায় সমকামী বিয়ে, মন্ত্র পড়ে, মালাবদল সেরে বন্ধুর সঙ্গে সাতপাক নামী পোশাকশিল্পীর
কয়েকদিন আগে হরিদেবপুর ও নারকেলডাঙায় লাইটপোস্টে হাত দিয়ে প্রাণ হারায় দুই শিশু। হাওড়ার উলুবেড়িয়ায় বিদ্যুতের তারে সাইকেল জড়িয়ে মারা যায় এক যুবক।