Gyanesh Kumar (Photo Credit: X/ANI)

দিল্লি, ২৭ অক্টোবর: বিহারের (Bihar) পর এবার এসআইআর (SIR) শুরু হবে ১২টি রাজ্য-সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দ্বিতীয় দফায় এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে। এমনই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও (SIR In West Bengal)।

সোমবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে জ্ঞানেশ কুমার জানান, বিবারে সফলভাবে এসআইআর সম্পন্ন হয়েছে। কেউ এ বিষয়ে কারও বিরুদ্ধে আঙুল তুলতে পারেননি বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার।

জ্ঞানেশ কুমার আরও জানান, সোমবার রাত ১২টার পর থেকে ১২টি রাজ্যের (যেগুলিতে এসআইআর হবে) ভোটার কার্ড সব ফ্রিজ় হয়ে যাবে। ২০০৩ সালের গণনা পত্রে যাঁদের নাম রয়েছে, তাঁদের কোনও কাগজপত্র জমা করতে হবে না বলে জানানো হয়েছে। যদি কারও নাম নিয়ে সমস্যা তৈরি হয়, তাহলে সেই ভোটারের বাড়িতে বিএলও যাবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি যে রাজ্যগুলিতে এবার এসআইআর হবে সেই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, তমিলনাড়ু, পুদুচেরি, গোয়া, কেরল, গুজরাট, ছত্তিশগড়, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

দেখুন কোন কোন রাজ্যে এসআইআর হবে, তার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশনার...

 

দ্বিতায় দফার এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার আর কী কী জানালেন দেখুন...