কলকাতা, ৩ মে: রাজ্যে করোনা (COVID-19) সংক্রমণের কারণে ফের পিছিয়ে গেল সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচন। এই দুই কেন্দ্রের প্রার্থীই প্রয়াত হন করণের কারণে। যারফলে নির্দিষ্ট দিনে নির্বাচন গ্রহণ স্থগিত হয়েছিল। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট।
গত ২৬ এপ্রিল এই দুই কেন্দ্রে নির্বাচনের কথা ছিল। কিন্তু ১৫ এপ্রিল-ই প্রয়াত হন সামশেরগঞ্জ (Samsherganj) আসনের প্রার্থী। ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হয়। আরএসপির (RSP) প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয় ১৬ এপ্রিল। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। নির্বাচন কমিশন জানিয়েছিল, এই দুই কেন্দ্রে ভোট হবে আগামী ১৬ মে।
আরও পড়ুন, বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, এলাকায় বোমাবাজি
করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত কমিশনের।