হিলাল কমিটির বৈঠকে সিদ্ধান্ত, আগামীকাল সকালে রাজ্য জুড়ে ঈদুল ফিতরের নামাজ পড়া হবে, দিল্লি রোডের ইদগাহে নামাজ হবে রাত ৮টা ১৫ মিনিটে, জানিয়েছেন হিলাল কমিটির প্রধান কাজী খালিদ উসমানি
Eid Moon Sighting 2023 in West Bengal Live Updates:আজ কি দেখা মিলবে চাঁদের? উত্তরের অপেক্ষায় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত, লাইভ আপডেট রইল এক ঝলকে
পূর্বাভাস ছিল বৃহস্পতিবারে দেখা যেতে পারে খুশির ইদের চাঁদ। আর তাহলেই সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে খুশির ইদ পালনের দিনক্ষণ। কিন্তু ভারতীয় সময়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বহু জায়গাতেই চাঁদ দেখা যায়নি। এই তালিকায় প্রথমেই রয়েছে মালয়েশিয়া। তাই সেই দেশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার পালন হচ্ছে না ইদ। শনিবার সেখানে পালন করা হবে ইদ উল ফিতর।
গতকাল চাঁদের দেখা মিলেছে সৌদি আরবে। ফলে আজ শুক্রবার মধ্যপ্রাচ্য জুড়ে পালন করা হবে খুশির ইদ। সৌদি আরবে চাঁদের দেখা মেলার দ্বিতীয় দিন ঈদ (Eid al-Fitr Mubarak) পালিত হয় ভারতে। সেই অনুযায়ী আজ ভারতের আকাশে দেখা মিলবে বহু প্রতীক্ষিত চাঁদের। ফলে শনিবার ভারতে পালন করা হবে ইদ-উল-ফিতর।