বৃহস্পতিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। শুক্রবারেও অব্যাহত ছিল এই অভিযান। জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের একটি বহুতলে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। এমনকী এই টাকা গুনতে আনা হয়েছিল টাকা গোনার মেশিন। ইডি সূত্রের খবর, এই আবাসন থেকে কমপক্ষে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে লটারি প্রতারণা মামলায় (Lottery) দক্ষিণ কলকাতার লেক মার্কেট, রাসবিহারী অ্যাভিনিউ, উত্তর ২৪ পরগনার মাইকেল নগর সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
মূলত এই জায়গাগুলিতেই লটারি সংস্থার অফিস বা ছাপাখানা ছিল বলে জানা গিয়েছে। শুক্রবার যে জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে সেটিও লটারি সংস্থার অফিস ছিল বলে জানা গিয়েছে। গতকালের তল্লাশি অভিযানে উদ্ধার হয়ছিল লক্ষাধিক টাকা। যদিও এই অভিযান থেকে এখনও পর্যন্ত কত টাকা উঠেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে লটারিতে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নামে ইডি। অভিযোগ ছিল প্রকৃত পুরস্কারপ্রাপ্তদের প্রতারিত করে কোটি কোট টাকা তছরূপ করেছে এই সংস্থা। এই অভিযোগের ভিত্তিতে সেই সময়ই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইডি।