বেলঘরিয়া, ২৮ জুলাই: এসএসসি-তে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির (SSC Scam) বেড়াজালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবারে উদ্ধার হওয়া ২০ কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্কে পৌঁছতে না পৌঁছতেই ফের ২৯ কোটি টাকা মিলল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে। রাতভর সেই টাকা গুণে ১০ টি ট্র্যাঙ্কে ভর্তি করে নিয়ে আপাতত অর্পিতার ফ্ল্যাট থেকে রওনা দিয়েছেন ইডি-র কর্তারা। আরও পড়ুন-Horse Stomps Over Baraatis: ডিজের আওয়াজে বিরক্ত ঘোড়া, বরযাত্রীদের ধাক্কা মেরে ছুটছে (ভাইরাল ভিডিও)
বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা
#Watch: The #ED raid & counting of cash at #ArpitaMukherjee’s flat at Belghoria, Kolkata ended at 5:30am this morning.
According to sources in ED, cash recovery of over Rs. 30 crores & gold seizure of more than 5kgs has been made at this flat @ZeeNewsCrime @capt_ivane pic.twitter.com/tIM2sM8RfX
— Pooja Mehta (@pooja_news) July 28, 2022
WB SSC recruitment scam | North 24-Parganas: ED officials leave the Belgharia residence of Arpita Mukherjee, close aide of WB Minister Partha Chatterjee, after filling 10 trunks with cash amounting to approx Rs 29cr found there; a total of Rs 40cr found from her premises so far. pic.twitter.com/t9gEIHyb08
— ANI (@ANI) July 28, 2022
বেলঘরিয়ার ফ্ল্যাটের আলমারি শুধু নয়, শৌচালয়েও প্লাস্টিকে ভরে টাকা রাখা ছিল। ৪.৩১ কোটি টাকা মূল্যের সোনার বাট ও গয়না উদ্ধার হয়েছে। বাতিল নোটও উদ্ধার হয়েছে। সঙ্গে বেশকিছু জমির দলিল ও জমি সংক্রান্ত নথি অর্পিতার এই ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করেছে ইডি কর্তারা। প্রথমে সাধারণ যন্ত্রে টাকা গোনার কাজ চলছিল। পরে কলকাতার এসবিআইয়ের এক শাখা থেকে বড় টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়। সঙ্গে আসেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা। তাঁরাই টাকা গোনার কাজ তদারকি করেন।
উল্লেখ্য, কারেন্সি চেস্ট-এর কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ গোনা হয়েছে। ২০টি ট্রাঙ্ক সমেত একটি লরিও এনেছিলেন ইডি কর্তারা। এদিন সকালে তারই দশটিতে টাকা ও গয়না ভরে রওনা করিয়ে দেওয়া হয়েছে। বেলঘরিয়ার এই ক্লাবটাউন আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট রয়েছে। তাঁর একটুতেই মিলেছে এই ২৯ কোটি টাকা।