নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: গরু পাচার মামলায় (Cross-Border Cattle Smuggling Case) এনামুল হককে (Enamul Haque) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে দিল্লির রাউজ অ্যাভিনিউ জেলা আদালতে এনামুলকে হাজির করবে ইডি। তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রও এই ঘটনায় জড়িত। ২০২১ সালের মার্চ মাসে ইডি বিকাশকে গ্রেফতার করেছিল এবং বিনয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। তদন্তকারী সংস্থার অভিযোগ, এরা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে হকের কাছ থেকে টাকা নিয়েছে।
২০২০ সালের নভেম্বরে এনামুলকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। তার বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু চোরাচালান ব্যবসা চালানোর অভিযোগ আছে। চোরাচালান করতে সে বিএসএফ কর্তাদের ঘুষ দিত বলেও অভিযোগ রয়েছে। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২ হাজার ২৭০ জন, মৃত্যু ৩২৫ জনের
The Enforcement Directorate (@dir_ed ) arrested Hawala dealer Enamul Haque in connection with a Prevention of Money Laundering case pertaining to cattle smuggling across the #India-#Bangladesh border in #WestBengal. pic.twitter.com/a6jawr34p0
— IANS Tweets (@ians_india) February 19, 2022
সিবিআই-র এফআইআর-র ভিত্তিতে ইডি মামলা রুজু করে। ইতিমধ্যেই এনামুলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এনামুলকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে হেফাজতে চাইছে পারে ইডি।