কলকাতা, ১৫ এপ্রিল: দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা চাপাল নির্বাচন কমিশন (EC)। আজ সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত তিনি কোনও ধরনের নির্বাচনী প্রচার করতে পারবেন না। শীতলকুচির ঘটনায় বিতর্কিত মন্তব্যের কারণেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা নিয়ে মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতিকে এর আগে শোকজ করে কমিশন। আজ সকাল ১০টার মধ্যে তাঁকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন।
সোমবার বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে এক জনসভায় দিলীপবাবু বলেন, "সকাল সকাল ভোট দিতে যাবেন। কেউ কোনও কথা বললে শুনবেন না। আমরা সব দেখে নেবো। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।"
Election Commission of India (ECI) imposes a 24-hour ban on West Bengal BJP chief Dilip Ghosh for violation of Model Code of Conduct, prohibits him from campaigning from 7 pm on April 15 to 7 pm on April 16#WestBengalPolls pic.twitter.com/XzHCkIKyno
— ANI (@ANI) April 15, 2021
আজই শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।