Durga Puja 2024. (Photo Credits: X)

কলকাতা, ৪ অক্টোবর: পুজোর গ্রহে ঢুকে পড়েছে শহর। আজ, দ্বিতীয়। শহরের বেশ কিছু বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। আজ বেশ কিছু পুজোর উদ্বোধন হবে। মহালয়ার দিন কিছু পুজো মণ্ডপের বাইরে ভিড়ও চোখে পড়েছে। তবে বৃষ্টির কারণে বৃহস্পতিবারের পুজোয় তেমন ভিড় চোখে পড়েনি। শুক্রবার সকাল থেকে কোথাও কোথাও বৃষ্টি হলেও সন্ধ্যার দিকে তা কমার আশা রয়েছে। মেঘলা আকাশের শহরেও পুজোর মুড রয়েছে। ব্যাগে ছাতা রেখেই অনেকেই পুজোর বাজারে বের হয়েছেন। গড়িয়াহাট, বেহালা, ধর্মতলা, হাতিবাগানের বাজারে ভিড় চোখে পড়ল।

কুমোরটুলি পাড়ায় চরম ব্যস্ততা। শিল্পীরা জানালেন, আজই সবচেয়ে বেশী প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড বাঁধার কাজ শেষ। চেতলা অগ্রমীর পুজো এবার সবার নজরে, সেখানে ঠাকুর দেখার পালা শুরু হয়ে গিয়েছে। নিউ আলিপুরের সুরুচি সংঘের সামনে চার মাথার মোড়ে এলইডি স্ক্রিনের বিজ্ঞাপন নজর কাড়ছে। ঝাড় সাজিয়ে তৈরি একডালিয়া এভারগ্রিন। সিংহী পার্কের পুজোয় এবার অন্যরকম চমক আছে। দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, বাবুবাগান,মুদিয়ালির পুজোও এবার তাদের সেরাটা নিয়ে দর্শনার্থীদের অপেক্ষায়। আরও পড়ুন-উচ্চ প্রাথমিকে নিয়োগ ১৪ হাজার ৫২ শূন্যপদে

পুজোর আলোয় ভাসছে শহর

বেহালার পুজো এবার গত কয়েক বছরের মধ্য়ে সেরা হয়েছে বলে দাবি। বেহালার নূতন দল আইরিশ থমের প্রতিমা, মণ্ডপ করে বিদেশের সংবাদমাধ্যমে খবরে এসেছে। বেহালা ক্লাব, বড়িশা ক্লাব, ঠাকুরপুর, দেবদারু ফটক, বেহালা মিত্র সঙ্ঘ, মুকুল সঙ্ঘের পুজো চমক দিতে তৈরি হয়েছে। টালিগঞ্জ, হরিদেবপুরের পুজোগুলি গতবার সবচেয়ে বেশী ভিড় টেনেছিল। এবারও সেখানে ভাল ভিড় হতে পারে। কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, শিয়ালদহ অ্যাথলেটিক্স ক্লাব প্রতিবারের মত এবারও সবার আকর্ষণেপ। পার্ক সার্কাস, খিদিরপুর, টালা, দমদমের বেশ কিছু পুজোও এবার বড় বাজেটের হয়েছে।

সুরুচি সংঘের পুজো

মেঘলা শহরে আলোয় আলোয় ভেসেছে চারিদিক। টালা থেকে টালিগঞ্জ, বেহালা থেকে বেলগাছিয়া, লেকটাউন থেকে লেক গার্ডেন্স-যাদবপুর। পুজোর শহরে ঠাকুর দেখে মুগ্ধ হওয়ার পালা শুরু হয়ে গিয়েছে।