Behala Nutan Dal Photo Credit: Facebook

পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। লেটেস্টলি বাংলার পেজে দেখতে থাকুন কলকাতার সেরা পুজোগুলোর খুঁটিনাটি ঃ-

বেহালা নুতন দলঃ

শহর তিলোত্তমায় থিম পুজোর চল শুরু হয়েছে বহু বছর ধরে। থিমের মধ্য দিয়ে নতুন নতুন ভাবনা তুলে ধরে পুজো প্যান্ডেলের কর্মীরা। কখনও সমাজ সচেতন মূলক বার্তা দেন তো কখনও ফুটিয়ে তোলেন বিশেষ কোনও ভাবনা। এই পথ অনুসরণ করেই এবার প্যান্ডেল তৈরি করছেন বেহালা নুতন দল দুর্গোৎসব কমিটির সদস্যরা। কলকাতার শিল্পী অয়ন সাহার সঙ্গে ডাচ শিল্পী মার্টিনা মারিয়া পেকালা ও বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথুওয়ার পম্পে মিলে তৈরি করছেন নতুন শিল্পের আঙ্গিক।

মন্ডপ সেজে উঠছে ভারতীয় ও ডাচ শিল্পের সংমিশ্রণে। যেখানে এক ঐশ্বরিক চেতনার উদযাপন করবে শিল্পীরা। মন্ডপে উপকরণ হিসাবে দেখা যাবে বাঙালির রসনাতৃপ্তকারি ফুচকার।

এবছর ৫৮ বছরে পা দিতে চলেছে বেহালা নতুন দল দুর্গোৎসব। ২০০৫ সাল থেকে থিম পুজো করছেন তারা। প্রতি বছরই নতুন নতুন ভাবনা চিন্তা তুলে ধরেন থিমের মধ্য দিয়ে। এবারও তার অন্যথা হচ্ছে না, পুজো কমিটির আশা এবারও তাদের ভাবনা প্রশংসিত হবে সর্ব স্তরের মানুষের কাছে।