পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। লেটেস্টলি বাংলার পেজে দেখতে থাকুন কলকাতার সেরা পুজোগুলোর খুঁটিনাটি ঃ-
সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব ২০২৩
আশ্বিনের শারদপ্রাতে নয়, এবার দেবীর আবাহন কার্তিকে। বড় পুজোগুলির প্রস্তুতি চলছে জোরকদমে। আর কলকাতার পুজোর কথা উঠলে নিঃসন্দেহে লেবুতলা পার্কের কথা বলতেই হয়। জাঁকজমকের নিরিখে প্রথম সারিতে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। কখনও সোনার দুর্গা, কখনও রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মন্দির, কখনও লালকেল্লা এ পুজোর থিম হয়েছে।গতবার 'আজাদি কা অমৃত মহোৎসব' ছিল সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব পুজোর থিম। লেজার শো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল দেশমাতার বীরসন্তানদের বীর গাঁথা।
এবার ৮৮ বছরের এই দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রাম মন্দির। শোনা যাচ্ছে, এবার পুজোর উদ্বোধনে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরও। দেখুন ভিডিও-
VIDEO | Preparations underway in Kolkata's Santosh Mitra Square where Union Home minister Amit Shah will inaugurate a Ram Janmabhoomi Temple-themed Durga Puja pandal this year. pic.twitter.com/yeZAGJ1qco
— Press Trust of India (@PTI_News) September 28, 2023