দুর্গাপুজো (Photo Credits: Pixabay)

আর দিন কয়েক পর অন্যরকম দুর্গাপুজোর সাক্ষী হবে গোটা দেশ। নিউ নর্মাল (New Normal) দুর্গাপুজোয় (Durga Puja 2020) থাকবে একাধিক নির্দেশিকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন নির্দেশিকার কথা। সরকারিভাবেই জানিয়ে দেওয়া হয় নিউ নর্মাল দুর্গাপুজোর বিধিনিষেধ। এই নির্দেশিকাগুলিকে আহ্বান জানালো 'ফোরাম ফর দুর্গোৎসব'।

সরকারি নির্দেশিকা অনুযায়ী-

  • দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেককে মাস্ক পরতেই হবে।
  • দর্শনার্থীরা মাস্ক না পরলে পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে।
  • মণ্ডপ ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজার রাখতে হবে।
  • দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে হবে খোলামেলা। মণ্ডপে প্রবেশ এবং বাইরের পথ আলাদা রাখতে হবে।
  • প্রতিটি পুজো কমিটিকে পর্যাপ্ত ভলেন্টিয়ারের মাধ্যমে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
  • ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে দূরত্ব মেনে অঞ্জলি, প্রসাদ বিতরণ করতে হবে। সিঁদুর খেলার আয়োজন করতে হবে নিয়ম মেনে।
  • ভিড় এড়াতে পুজো মণ্ডপ চত্বরে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
  • পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যায় বিচারকদের পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
  • এক সময়ে বিচারকদের দুটির বেশি গাড়ি রাখা যাবে না।
  • পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের ওপরে জোর দিতে হবে।
  • ভিড় এড়াতে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করতে হবে পুজো কমিটিগুলিকে।

    এ বছর হবে না পুজো কার্নিভাল।