ঢাকা, ১৯ অক্টোবর: দুর্গাপুজা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Seikh Hasina) সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) জন্য অভিনন্দন বার্তা দিয়ে উপহার প্রেরণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত একজন কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানান, “উপহারগুলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল শাখার মাধ্যমে দেওয়া হয়।" পাঁচ দিনের দুর্গা পূজা শুরু হবে ২২অক্টোবর থেকে।
বেনাপোল-পেট্রপোল স্থলপথের সীমান্ত পেরিয়ে উপহারগুলি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, উপহারগুলিতে একটি শাড়ি, মিষ্টি এবং ফুল অন্তর্ভুক্ত ছিল। আরও পড়ুন, ছোট বড় সমস্ত পুজো প্যান্ডেলে 'নো এন্ট্রি'-র নির্দেশ হাইকোর্টের
শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতায় বেশ কয়েকটি দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন এবং উত্সবকালীন সময়ে কোভিড-সম্পর্কিত প্রোটোকল অনুসরণ করার জন্য লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে ৭০ টিরও বেশি দুর্গাপুজোর। তিনি কয়েকটি প্যান্ডেলও পরিদর্শন করেন।
তবে এবার প্রতিটি পুজো মন্ডপ থাকবে কন্টেইনমেন্ট জোন। প্যান্ডেলের মধ্যে বাইরের লোকের ঢোকা নিষেধ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত ছোটো বড় পুজোর প্যান্ডেলেই 'নো এন্ট্রি' জানালো হাইকোর্ট। প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেড। লেখা থাকবে নো এন্ট্রি জোন।