Durga Puja 2019: সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মমতা ব্যানার্জি; গান গাইলেন শ্রেয়া ঘোষাল
মমতা ব্যানার্জি (Photo Credits PTI)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: এই নিয়ে পাঁচবার। সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজোর থিম সং (Durga Puja Theme Song) লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সুর দিলেন জিৎ গাঙ্গুলি (Jeet Ganguly)। গান গাইলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। দেবীপক্ষের শুরুতেই পুজোর থিম সং রিলিজ করল দক্ষিণ কলকাতার (South Kolkata) ক্রাউড-পুলার। প্রকাশ্যে এল গানের ভিডিও-ও। যার পরিচালনা করেছেন পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherejee)। গতকাল শনিবার রাতেই রিলিজ হয়ে গিয়েছে এ বছর সুরুচি সংঘের থিম সং। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজোর উদ্যোক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) সহ অন্যান্য তারকারা।

উৎসবের মরশুম। এমন মরশুমে সুরে ভাসছে সুরুচি সংঘ। এ বছর তাদের পুজো ৬৬ তম বর্ষে পড়ল। গানের ভিডিওতে অভিনয় করেছেন সাংসদ অনিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) এবং পরমব্রত চ্যাটার্জি (Parambrata Chatterjee)। দেবীপক্ষের শুরুতেই ঢাকের বোলে, নাচে-গানে জমে উঠল সুরুচির নাটমন্দির। আরও পড়ুন- Durga Puja 2019: এবার পুজোয় নতুন চমক 'ডাক্তারকে বলো'; ফোন করে শেয়ার করুন জমে থাকা অবসাদ, সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং করবেন ডাঃ রঞ্জন ঘোষ

সুরুচির দুর্গা এবার একচালা সনাতনী রূপের। মণ্ডপ জুড়ে এক লক্ষ তিরিশ হাজার তারের জালের তৈরি মেঘের চাঁদোয়া রয়েছে। জরাজীর্ণ বনেদি বাড়ি, কুঁড়েঘর, অট্টালিকা মিলমিশে সুরুচি সংঘে যেন সকলের নিমন্ত্রণ।